আমাদের কথা খুঁজে নিন

   

সুদের টাকার জন্য তাঁত শ্রমিককে হত্যা

শুক্রবার বিকালে পুলিশ উপজেলার সয়দাবাদ ইউনিয়নের গাছাবাড়ি গ্রামের একটি ক্লাব ঘরের বারান্দা থেকে বাবু প্রামাণিকের (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ।
বাবু গ্রামের হাতু চাঁন প্রমাণিকের ছেলে। 
নিহতের স্ত্রী রওশনা খাতুন অভিযোগ করেন, ৩ মাস আগে বাবু ভিটেমাটি হারিয়ে গ্রামের বিভিন্ন বাড়িতে থেকে কাজকর্ম করত।
অভাবের তাড়নায় সম্প্রতি বাবু কয়েকজনের কাছ থেকে সুদের বিনিময়ে ঋণ নেয়।
কিন্তু  ঠিকমতো টাকা পরিশোধ না করায় ৪ দিন আগে গ্রামের হোসেন আলী, বুদ্ধু, ওয়াজেদ, সারটিয়া গ্রামের হাকিম ও রান্ধুনীবাড়ি গ্রামের রহিম ও স্বপন বাবুকে ধরে নিয়ে গিয়ে আটকে রেখে মারপিট করে বলে অভিযোগ করেন রওশনা খাতুন।
মারপিটের পর সকালে নির্যাতনকারীরা গুরুতর অসুস্থ অবস্থায় বাবুকে ওর্ল্ডাস ক্লাবের বারান্দায় ফেলে রেখে গেলে ১১টার দিকে সে মারা যায় বলে জানান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারিক।
“নিহতের মুখ দিয়ে রক্ত মিশ্রিত লালা বের হচ্ছিল এবং পেট ফুলে গিয়েছিল।”
বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই বারিক।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.