আমাদের কথা খুঁজে নিন

   

কল্প তাঁত

লিখি এক আঙুল কাটা কারিগর স্বপ্ন বুনছে, ফ্রক বুনছে শাড়ি বুনছে, একেকটা একেক বয়সে পরে নিতে হয় স্বপ্নগুলো লেইস ফিতার পিঠে চড়ে এই গলি থেকে অন্য গলিতে যায় । দলের মানুষেরা ছুটতে ছুটতে মাঝিদের গ্রামে চলে যেতে চেয়ে এখন শহরেই বাসা বেঁধেছে এখন সে কাজের ছুটতে মাঠ পেরিয়ে অকালে ঝরে যাওয়া দুর্গা ওপারের দেশে ডেকে নিয়ে যায় রমণী দেখছিল তাঁত চলছে, তাঁতী নতুন শাড়ী বুনতেই থাকে। ক্লান্ত হয় মসলিনের তাঁতী শূণ্য কাটা আঙুলগুলোর দিকে চেয়ে থাকে। - ড্রাফট ১.০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।