লিখছি আমি যা মনে চায় । কারো ভালো না লাগলে কি আসে যায়।
আমারও পরান যাহা চায়।
কাহার পানে আমার হৃদয় দূর অজানায় যায় ছুটে যায়।
কোন গগণের কোন নীলিমায় আমার হৃদয় রংধনু সাজায়।
কোন তারার পানে চেয়ে আমার কেবলই চোখ ভিজে যায়।
কোন পাহারের সবুজ আমায় তার পানে ডেকে চলে যায় ।
কোন সাগরে ভিজব বলে আমার বুকে ঢেউ খেলে যায় ।
কার স্বপ্নে বিভোর হয়ে বিনীদ্র এই রাত কেটে যায় ।
কার দুচোখে রাখব দুচোখ সেই ভাবনায় আমার আখিঁ নীল আলোর দ্যুতি ছরায়।
কার হাসির শব্দে আমার হূদয় এলোমেলো স্বপ্ন সাজায়।
কার হাতের চেনা পরশে আমার হৃদয় সুবাস ছড়ায় ।
কার দেয়া কষ্টগুলো আমার চোখে বৃষ্টি ঝরায় ।
জানি না কোন দূর অজানায় আছে যে সেই সুজন যার কারনে শূন্য হৃদয় ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।