আমাদের কথা খুঁজে নিন

   

মজাই লাগতেছিল কিন্তু .............................



লোডশেডিং লোডসেডিং কোথায় গেল লোডসেডিং? মনের মধ্যে এ কবিতাটা বাজতেছিল ৩ দিন লোডসেডিং ওফ যাওয়ায়। কিন্তু আমাকে খুশি করতেই অথবা আমার মনে কষ্ট দেয়ার জন্যই আবার হলো সে লোডসেডিং। বুঝলাম না? এখনও কি সবাই পাঙ্খা ছাইড়া বাতাস খায়? নাকি এখনও আমির ঘরে এসি চলে? তবে আমি সক খাইছি যে এমনে কারেন্ট আমাদের ধোকা দিবে। কারন আমি জানতাম লোডসেডিং সাধারনত গরমের সময়ই যায়। চাইছিলাম গরমের সময় শান্তিতে টিভি দেখতে পারি নাই এখন দেখব।

মুভি দেখতাম মঝের টুকু নইলে প্রথমটুকু নইলে শেষেরটুকু। আহ্!!!এখন শান্তিতে দেখব। কিন্তু আমার আশা হতাশায় পরিণত হলো। উফ!!!!!!!!!!!!!!!!!!!!!১ ইমারান খানও দুঃখী। দেখছেন? ক্রিস্টিয়ানো (আমার জানটুস) ওরও মন খারাপ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।