আমাদের কথা খুঁজে নিন

   

পুরোনো গানের মজাই আলাদা।

সদা সহাস্য থাকিবা......

আজ হঠাৎ করে আমার গানের আর্কাইভ ঘাটতে ঘাটতে একটা ফোল্ডার চোখে পড়লো মিক্সড। সেটা ওপেন করতেই এই গান পেলাম। গানটা মনে হয় জুয়েলের।


আমি পারিনি মুছে দিতে,
তোমাকে এই মন থেকে-
সহজেই যা পেরেছো তুমি।
শোন গো প্রিয়তমা,
তবু করেছি ক্ষমা,
শুধু স্মৃতিটুকু আজো ছাড়িনি;
ভুলতে পারি নি, ভুলতে পারি নি
ভুলতে পারি নি ...... তোমাকে।



তোমার দেয়া
সব কষ্টকে আপন করে
সাজিয়ে রেখেছি
সযতনে তা এই অন্তরে।
তুমি ছাড়া জীবন এমন হবে
আগে এ এ ভাবি নি।
ভুলতে পারিনি, ভুলতে পারি নি ই
ভুলতে পারি নি ই ই ই - তোমাকে। ।



এই জীবনে
যে আলো তুমি জ্বেলেছিলে
জানি না কেন আজ তুমি
তা কেড়ে নিলে....
আমি তোমার মতো এমন আপন
কাউকে ভাবিনি।
ভুলতে পারিনি, ভুলতে পারি নি ই
ভুলতে পারি নি ই ই ই - তোমাকে।
আমি পারিনি মুছে দিতে,
তোমাকে এই মন থেকে-
সহজেই যা পেরেছো তুমি।
শোন গো প্রেয়তমা,
তবু করেছি ক্ষমা,
শুধু স্মৃতিটুকু আজো ছাড়িনি;
ভুলতে পারি নি, ভুলতে পারি নি
ভুলতে পারি নি ...... তোমাকে। ।






অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।