আমাদের কথা খুঁজে নিন

   

প্যারোডি কবিতা : সবার আমি ছাত্র [উৎসর্গ-সামুর সকল ধরণের ব্লগার]



নাস্তিক আমায় শিক্ষা দিল ধার্মিক হতে ভাই রে, প্যাট্রিয়ট হবার মন্ত্র আমি ছাগুর কাছে পাই রে। ছাইয়া শিখায় তাহার সমান- লুল ফেলে হই পুরুষ-মহান, ত্যানা প্যাচাইয়া ক্যাচাল লাগাই- পলিটিক্যাল ইস্যু কই রে। চামচা ব্লগার মন্ত্রণা দেয় মডুরামদের তেলতে, ১৮+ শেখায় হাসতে মোরে, রসের কথা বলতে। আজব ভাষায় রসিক ব্লগার- পোস্ট নাই বাট কমেন্ট হাজার; টেকির কাছে শিক্ষা পেলাম হ্যাকার হবার বিদ্যে। হিটম্যানের কাছে রিভার্স খেলার পেলাম আমি শিক্ষা, আপন স্বার্থে কঠোর হতে মডু দিল দীক্ষা। গাতক ব্লগার সহজ গানে, গান জাগাল আমার প্রাণে; হাজার খানেক ডাউনলোড লিঙ্ক আমায় দিল ভিক্ষা। বলগ জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই বলগের বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব বানান ভুলে, নেই দ্বিধা লেশমাত্র। মূল কবিতা -

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।