আমাদের কথা খুঁজে নিন

   

আমার এইটুকু চাওয়া কি খুব বেশী হবে ?

ব্লাডঃ এবি নেগেটিভ।
অনুশীলন। মানবেতর জীবন যাপন করছি। অতি মানবেতর। যা ভাষায় প্রকাশ করতে পারিনা- সম্ভবও নয়।

না অর্থ-কড়ির অভাব নয়। নয় কর্ম সংস্থানেরও। একটা বদলী। হ্যাঁ, একটা বদলীর আমার খু-উ-ব-ই প্রয়োজন। আমার সাথে যারা যোগদান করেছেন শুনেছি তাদের অনেকেরই নাকী বেশ খরচা-পাতি করতে হয়েছে।

আপনাদের দো’য়ায় আমার সেটা লাগেনি। দিব্যি বলছি- চার পয়সাও লাগেনি। কিন্তু . . . শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর বলে কথা। হাড়ে হাড়ে টের পাচ্ছি। ভবনটার ছাদের দিকে তাকাতেও কে যেন কিছু একটা চেয়ে বসে।

পূরো দুই বৎসর যাবৎ প্রতিমাসে ২/১ বার করে নিয়মিত যাতায়াত করছি। আজই হচ্ছে, কালই হয়ে যাবে -এই করে করে আজ ২ বছর ১ মাস। শিক্ষকদের সম্মানের কথা জানেন ছোট বড় সবাই। বঞ্চনার কথা, কষ্টের কথাগুলো কি কেউ জানেন ? বিশেষ করে হাইস্কুল গুলোর শিক্ষকদের কথা ? নাই বা বললাম নিজেদের দূর্বলতার কথাগুলো। শুধুমাত্র আমার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য ভালো, উপযুক্ত একটি পরিবেশ চাই।

যা ছাত্র জীবনে-এই জীবনে কোন দিনও পাইনি, পাওয়ারও নয়। চাকুরী করে এখনও কি সেটা আশা করতে পারিনা ? আমার কাজগুলো করার প্রয়োজনেই আমার একটা বদলীর খুব প্রয়োজন। অনেক আবেদন-নিবেদন করেছি। এমন কোন মাস নাই যে মাসে আবেদন করিনি। আমরা একসাথে যোগদান করেছি ১১ জন, এর মধ্যে কয়েকজনেরই বদলী হয়েছেন চাকুরীর বয়স ৫ মাস হতেই।

আমার বেলায় নাকী চাকুরীর বয়স ২ বৎসর পূর্ণ হতে হবে। অথচ আমার চাকুরীর বয়স ২ বছর ৮ মাস। আসলে বয়স কোন ব্যপারনা, ব্যপারটা হচ্ছে আমার বাজেট কত। কিন্তু আমার যে কোন বাজেট নাই। মনটা ভালো নেই।

গুছিয়ে লিখতেও পারিনা। পারলে কেউ সাহায্য করেন। Click This Link চিন্তায় আছি কী করা যায় . . . প্লাস্টার অব প‌্যারিসে তৈরী- মাতা মেরী। মহাখালী গীর্জায় সংরক্ষিত। (পরে অন্য কোথাও স্থানান্তরিত হওয়ার কথা ছিলো) নোয়াখালী, পাদ্রীপাড়া, গীর্জার সামনে ঐতিহাসিক বিশাল খ্রীস্টান কবরস্থানের নির্জন স্থানে কাজের ফাঁকে।

পূবালী সল্ট এর মালিক পরিতোষ সাহা'র কন্যা ও জামাই। কী লিখবো ? ডাইস করার পূর্ব মূহুর্তে ফাইনাল টাচিং। টেবিলের উপর টেবিল রেখে ঝুঁকিপূর্ণভাবে ২০ ফুট বাই ৬৫ ফুট ক্যানভাসে রাতের বেলায়। Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.