যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।
একটি উচ্চারণ,
হতে পারে নিশিথের অর্গল ভাঙ্গার আয়োজন।
একটি শপথ,
হতে পারে লাখো জনতার উদ্দাম মিছিলের রাজপথ।
একটি বিবেক,
হতে পারে যুগ-যুগান্তের অবরুদ্ধ আবেগ।
একটি নির্দেশ,
হতে পারে নিদারুন শোষণের রক্তাক্ত অবশেষ।
একটি শ্লোগান,
হতে পারে অযুত হৃদয়ের মুক্তির ফরমান।
একটি ঘোষণা,
হতে পারে নব বিপ্লবের দুর্দম বাসনা।
একটি স্বপন,
হতে পারে শুভ্র কপোত হাতে শান্তির আবাহন।
একটি চাওয়া,
হতে পারে ভেদাভেদহীন জন্মভূমি পাওয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।