আজও নিজের মাঝে অসাধারণতার ছাপ খুঁজে বেড়াই কিন্তু প্রতিবারই নিজেকে খুব সাধারণরূপে আবিষ্কার করি। মন্দ কি...ভালই তো আছি।
মনে নেই তোমার মনের বিশাল আকাশটায় শেষ কবে জোৎস্না দেখেছিলাম। জানি না তোমার চোখে দেখা উত্তাল নীল সাগরটির গভীরতা কত। আমি কিছু মনে করতে চাই না আর জানতেও চাই না। শুধু চাই তোমার ওই অন্ধকারময় আকাশটায় আমি একটি ক্ষুদ্র তারা হয়ে থেকে আমার আলোয় তোমাকে আজীবন আলোকিত করতে… কিংবা তোমার এই সুগভীর নীল সাগরে ঝড় কবলিত বিধ্বস্ত নাবিকের বেশে সলিল সমাধি লাভ করতে। কি… খুব বেশি চেয়ে ফেলেছি কি! এটুকু তো চাইতেই পারি নাকি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।