সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন। সাবেক একজন প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ অবসরপ্রাপ্ত বিচারপতির সমন্বয়ে কমিশন গঠনের নির্দেশনা চেয়েছেন তিনি।
স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বিবাদি করা হয়েছে এই রিটে।
এছাড়া গত ৫ ও ৬ মে মতিঝিলে শাপলা চত্বরের ঘটনা অনুসন্ধানে সাবেক একজন প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ অবসরপ্রাপ্ত বিচারপতির সমন্বয়ে বিচার বিভাগীয় কমিশন গঠন করার নির্দেশনা কেন দেয়া হবে না- তা জানতে রুল জারির আবেদন করেছেনি ইউনুস আলী।
ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হকারদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে এফবিসিসিআই ও বিবাদিদের প্রতি নির্দেশনা চেয়েছেন তিনি।
গত ৫ মে ঢাকা অবরোধ শেষে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নিয়ে সমাবেশ করে হেফাজতে ইসলাম নামের চট্টগ্রামভিত্তিক একটি সংগঠন। তাদের সমাবেশ চলাকালে দুপুর থেকে রাত পর্যন্ত পল্টন, বায়তুল মোকাররম, বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও মতিঝিলে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
সন্ধ্যায় নির্ধারিত সময় পার হওয়ার পরেও সমাবেশ শেষ না হওয়ায় গভীর রাতে সেখানে অভিযান চালিয়ে হেফাজত কর্মীদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
ওই অভিযানে বহু সংখ্যক মানুষের প্রাণহানি হয়েছে বলে অভিযোগ করা হয় হেফাজত ও বিএনপির পক্ষ থেকে। তবে ওই অভিযোগ অস্বীকার করে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযানে প্রাণঘাতী কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি, অভিযানের সময় কেউ নিহতও হননি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।