আমাদের কথা খুঁজে নিন

   

হরতালেও স্বাভাবিক মতিঝিলের ব্যাংক পাড়া

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ভাগের প্রতিবাদে বিএনপির ডাকা রোববারে হরতালেও রাজধানীর ব্যস্ততম মতিঝিল এলাকার ব্যাংক পাড়ায় স্বাভাবিক কার্যক্রম চলছে। হরতালের তেমন কোনও প্রভাব এ কর্মব্যস্ত এলাকায় চোখে পড়েনি। যানবাহন চলাচলও রয়েছে স্বাভাবিক। মতিঝিল এলাকার বিভিন্ন ব্যাংকগুলোতে সব ধরনের লেনদেন অব্যাহত রয়েছে। গ্রাহকদের উপস্থিতি বিগত হরতালের তুলনায় বেশি লক্ষ্য করা গেছে।

বেসরকারি ব্যাংকগুলোতে গ্রাহকদের উপস্থিতিও ছিল মোটামুটি স্বাভাবিক। এছাড়া অন্যান্য সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি ছিল অন্যান্য দিনের মতো স্বাভাবিক। তবে বিভিন্ন ব্যাংকে প্রধান ফটক বন্ধ করে লেনদেন চলছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে। এতে গ্রাহকরা অনেকটাই অস্বস্তিতে পড়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জনতা ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মতিঝিল ও দিলকুশা এলাকার বিভন্ন ব্রাঞ্চের প্রধান ফটক বন্ধ রয়েছে। ব্যাংকের দ্বিতীয় ছোট দরজা দিয়ে গ্রাহকরা ব্যাংকে প্রবেশ করছেন। এতে অনিয়মিত গ্রাহকদের অনেকে ব্যাংক বন্ধ মনে করে লেনদেন না করেই ফিরে যেতে দেখা গেছে। তবে নিয়মিত গ্রাহকদের কোনও সমস্যা হচ্ছে না বলে তারা জানায়। বেসিক ব্যাংক দিলকুশা শাখার ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক খান বাংলানিউজকে বলেন, ঝামেলা এড়াতে প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে।

তবে লেনদেন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। ন্যাশনাল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলানিউজকে বলেন, আমরা হরতালের পক্ষেও না, বিপক্ষেও না। নিরাপত্তার স্বার্থে প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, হরতালের দিন সাধারণত কর্মদিবসের প্রথম দু’ঘণ্টা ব্যাংকে কিছুটা ভিড় থাকে। আস্তে আস্তে এ ভিড় কমে যায়।

দিনের শেষ সময়ে আবার কিছুটা লেনদেন হয়। Click This Link  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।