আমাদের কথা খুঁজে নিন

   

ভাইয়ের চোখ উৎপাটন !

দীর্ঘ এক পথ শেষে আমি আজ পথের কিনারে

বাগেরহাট, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধে বাগেরহাটের শরণখোলা উপজেলায় এক ব্যক্তির চোখ তার ভাইয়েরা উপড়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। আহত দেলোয়ার হোসেন খান (৪০) কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি নিয়ে চার ভাই আব্দুল মান্নান খান (৫০), রুহুল আমিন খান (৪৬), আনোয়ার হোসেন খান (৪২) ও ইলিয়াস হোসেন খানের (৩৭) সঙ্গে দেলোয়ারের বিরোধ দীর্ঘদিনের। দেলোয়ার সাংবাদিকদের বলেন, শুক্রবার ভোরে তিনি জমিতে ধান কাটতে গেলে মেজ ভাই রুহুল আমিন তাকে কাজ করতে নিষেধ করে।

এরপর অন্য ভাইদের সঙ্গে রুহুলের বাড়িতে বৈঠকে বসেন দেলোয়ার। "সকাল ৮টার দিকে রুহুলের বাড়িতে অন্য দুই ভাই আনোয়ার ও মান্নান এবং তাদের চার ছেলে মিলে আমাকে মারধর করে। মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং ডান চোখ উপড়ে নেয়", বলেন তিনি। বিরোধের কারণে ভাইদের বিরুদ্ধে ২০টি মামলা ও সাধারণ ডায়েরি করেছেন বলে দেলোয়ার জানান। আহত দেলোয়ারকে প্রথমে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়।

পরে তাকে পাঠানো হয় খুলনায়। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা রাসেল আহমেদ সাংবাদিকদের বলেন, দেলোয়ারের মাথায় তিনটি ধারালো অস্ত্রের আঘাত এবং ডান চোখের মাংসপেশীগুলো বের হয়ে গেছে। তার চোখটি উপড়ে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শরণখোলা থানার ওসি মো. আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষের খবর পেয়েই পুলিশ রুহুল আমিনের বাড়িতে যায়। তবে ওই বাড়িতে বাড়িতে কাউকে পাওয়া যায়নি।

এ ঘটনায় শুক্রবার দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। বিডিনিউজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.