আমাদের কথা খুঁজে নিন

   

অনন্ত জলিলের পতিচ্রুতি

জনতার সংগ্রাম চলবেই “গর্ব” রিয়ালিটি শো তে আব্দুন নূর তুষার আজকের বিশেষ অতিথি বর্ষা আর অনন্ত জলিল কে প্রশ্ন করছেন। প্রথমেই তিনি দুজনকে যথাক্রমে বাংলার সুপারস্টার এবং সুপার হিরোইন আক্ষায়িত করলেন। আব্দুন নূর তুষার: নতুন ছবি নিঃশার্থ ভালবাসাতে দর্শকদের জন্য নতুন কি থাকছে? বর্ষা: নিশার্ত ভালবাসাতে আমরা সবটুকু ভালবাসাই নিশার্ত ভাবে দেয়ার ট্রাই করেছি। আমি এই ফিল্মে বিভিন্ন ক্যারেক্টার প্লে করেছি যেমন, মডেল হতে চেয়েসি, মডেল হয়েছি, হতে গিয়ে অনেক গীভ এন্ড টেক হয়েছে…সবমিলিযে আমরা ফিল্ম ফ্যাক্টরিকে উন্নত করতে চেষ্টা করতেসি আর কি...। অনন্ত: আপনারা জানেন আমার পতম ফিল্ম দ্য সার্চের মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিতে একটা রেভ্যুলেশন শুরু হয়েছে।

হলিউডের দাচে এ্যকশনে পরিবর্তন এনেছি। এরপর মোস্ট ওয়েলকাম করলাম। দশক কে ওয়ান বাই ওয়ান বাল কিছু দেয়ার পতিচ্রুতি দিচ্ছি। তার পতিচ্রুতি পেয়ে আমিও কুশি হয়ে গেলাম (আমার মনে হয় সাকিব খান অনন্ত জলিলের চাইতে অনেক ভাল অভিনয় করেন। উনাকে হেয় করছিনা মোটেও।

কথাগুলো শুনে মজা পাচ্ছিলাম তাই শেয়ার করলাম। অনন্ত অভিনয় ভাল না করলেও বাংলা ছবিতে তিনি যে রেভ্যুলেশন শুরু করেছেন সেটার জন্য তিনি প্রশংসা পাওয়ার যোগ্য) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.