আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গলে মৃত্তিকা উর্বরতা উন্নয়ন বিষয়ক ওরিয়েন্টেশন সভা

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি।

গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে অর্থবহ রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে শান্তি, ন্যায় বিচার এবং টেক্সই পরিবেশ অর্জনের লক্ষ্যে আরডিআরএস বাংলাদেশ এর শ্রীমঙ্গল শাখার সার্বিক ব্যবস্থাপনায় শ্রীমঙ্গলে খাদ্য নিরাপত্তা কর্মসূচীর অধীনে দু’দিন ব্যাপী মৃত্তিকা উর্বরতা উন্নয়ন প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ও বুধবার যথাক্রমে শ্রীমঙ্গল উপজেলার ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন ও ৬নং আশিদ্রোণ ইউনিয়ন ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আরডিআরএস’র সিনিয়র ম্যানেজার (হেলথ) মোঃ মিজানুর রহমান। দু’দিন ব্যাপী অনুষ্ঠিত পৃথক দুই সভায় যথাক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই ইউনিয়নের চেয়ারম্যান মো. দুধু মিয়া ও মো. মামুন অর রশীদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আরডিআরএস’র মনিটরিং অফিসার কৃষিবিদ নাজিমউদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কনক লাল সিংহ, রঞ্জিত সিংহ, অরুণ কুমার গোস্বামী, এমসিডা’র সভাপতি মো. মিজানুর রহমান আলম প্রমুখ। এছাড়া সভায় বিভিন্ন এনজিও কর্মকর্তাবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক, এলাকার কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা দু’টি উপস্থাপনা করেন আরডিআরএস’র প্রকল্প প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান। আরডিআরএস’র সিনিয়র ম্যানেজার (হেলথ) মোঃ মিজানুর রহমান জানান, খাদ্য নিরাপত্তা কর্মসূচী-২০০৬ ও মৃত্তিকা উর্বরতা উপাদান প্রকল্পটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে পরিচালিত একটি কর্মসূচী। প্রকল্পটি,দেশের ১১টি জেলার ৫৯ টি উপজেলায় কাজ করছে এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় দুইটি ইউনিয়নে ৫০০ জন করে মোট ১০০০ জন উপকারভোগীর মধ্যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা লাভ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি জানিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.