আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের ছাত্ররা কি " ছাত্র না রাজনীতিবিদ "---?

আল্লাহতালা সবার ভালো করুন.....

ছাত্র ও রাজনীতি এ দুটো পুরোই আলাদা বিষয়। কিন্তু দুঃখ্যের বিষয় এই যে, আমাদের দেশের কিছু কিছু ছাত্র তা বোঝে না। তাদের হাবভাব দেখে মনে হয়, তারা ছাত্র কম, রাজীনতিবিদ বেশি। হয়তো ছাত্র রাজনীতি অনেক বড় বিষয়, অনেক ভাল বিষয়। কিন্তু এই যদি হয় আমাদের দেশের ছাত্ররাজনীতির অবস্থা, তা হলে কি ভাবে এই বিষয়টিকে ভালো বলা যায়? এইতো সেদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির কৃপায় রনক্ষেত্রে পরিনত হলো, অর্ধশতাধিক আহত হলো, এখানে যে কার লাভ বা ক্ষতি হলো কিছুই বোঝা গেলো না।

কিন্তু একটা জিনিস বোঝা গেলো যে এতে শুধু দেশেরই ক্ষতি হলো। হায়, এটুকু বোঝার ক্ষমতাও যে আমাদের শিক্ষিত ছাত্র সমাজের নেই। শুধু ছাত্রদের দোষ দিয়ে কি লাভ । আমাদের দেশের কোন সরকারই এ বিষয়টা বোঝেন না। এতকিছু দেখার পরও সবাই নির্বাক।

সত্যিই বড় আশ্চোর্য, সত্যিই বড় বেদোনাদায়ক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.