আমার ভুবন কান পেতে রয় ... ... দ্বীপ নিভে যায় সকলই ঘুমায় মোর আঁখি রহে জাগিয়া
মন্দার কারনে বৃটেনে বেকারত্ব বেড়ে যাওয়ায় দারুন দূর্দশার মধ্যে পড়েছে স্টুন্ডেন্ট ভিসা নিয়ে সেখানে যাওয়া বিপুল সংখ্যক বাংলাদেশী ছাত্র। কাজ না পাওয়ার সমস্যাটা এতই বেড়ে গেছে যে অনেককেই নাকি না খেয়ে বা সামান্য চানাচুর বিস্কুট খেয়ে দিনযাপন করনে হচ্ছে। আর লন্ডনের জীবনযাত্রাও যথেষ্ট ব্যায়বহুল। তাই যাদের পর্যাপ্ত পাউন্ড হাতে নেই তাদের কাজ না থাকলে যে দূর্দশায় পড়তে হবে তাতে কোনো সন্দেহ নেই। অনেকেই দেশে ফিরে আসার কথা চিন্তা করছে। এনটিভির প্রতিবেদকের কাছে তাদের চরম দূর্দশার কথা তুলে ধরেছে তারা। কাজের রীতিমতো আকাল চলছে লন্ডনে। এসব তরুনদের ভাগ্যে কি আছে জানিনা। কিন্তু যারা এখন গমনেচ্ছু তাদের অনেক কিছুই ভাববার আছে। দেখুন x9aQwfএনটিভির প্রতিবেদন এই লিঙ্কে ,
http://www.youtube.com/watch?v=x9aQwfNJVOs
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।