আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্ররা কেন পরীক্ষায় ফেল করে? একটি সরল থিসিস।

ক্ষেপাইতে চাইলে akayes@yahoo.com মেইল করেন :)

ছাত্ররা কেন পরীক্ষায় ফেল করে? একটি সরল থিসিস। বছরে দিন মাত্র ৩৬৫ টি। এটাতো আর ছাত্রের দোষ নয়। একটি ছাত্রের এক বছরের রুটিনের উপর যদি মনোনিবেশ করি তাহলে ফলাফল দেখতে পাইঃ ১। বছরে ৫২টি শুক্রবার তাই ছুটির দিন, বাকী থাকে ৩১৩ দিন।

২। সামার, উইন্টার ইত্যাদি হলিডে ছুটি মোট ৫০ দিন, বাকী থাকে ২৬৩ দিন। ৩। দৈনিক ৮ ঘন্টা করে ঘুম মোট (৮*৩৬৫/২৪=) ১২২ দিন, বাকী থাকে ১৪১ দিন। ৪।

সুস্থ শরীর ও মনের জন্য প্রতিদিন কমপক্ষে ১ ঘন্টা খেলা-ধুলা মোট (১*৩৬৫/২৪=) ১৫ দিন, বাকী থাকে ১২৬ দিন। ৫। গোসল, খাওয়া-দাওয়া ইত্যাদির জন্য প্রতিদিন কমপক্ষে ২ ঘন্টা করে মোট (২*৩৬৫/২৪) ৩০ দিন, বাকী থাকে ৯৬ দিন। ৬। অন্যান্য ছাত্র ও লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় প্রতিদিন কমপক্ষে ১ ঘন্টা করে মোট(১*৩৬৫/২৪=) ১৫ দিন, বাকী থাকে ৮১ দিন।

৭। পরীক্ষা চলবে বছরে মোট প্রায় ৩৫ দিন, বাকী থাকে ৪৬ দিন। ৮। রোজা, ঈদ, বার্ষিক, অর্ধ-বার্ষিক এবং বিশেষ দিবস উপলক্ষে ছুটি কমপক্ষে ৪০ দিন, বাকী থাকে ৬ দিন। ৯।

জ্বর, মাথা ব্যাথা, পেট ব্যাথা ইত্যাদি বছরে অন্তত ৫ দিন, বাকী থাকে মাত্র ১ দিন। ১০। ঐ ১দিন তো জন্মদিন, সেদিনও কি পড়তে বসতে হবে? এবার আপনারাই বলেন একজন ছাত্র কিভাবে পাশ করবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.