রাজনীতিবীদদের ঘৃণা করি---
ভাইগো, দিবেন দুইডা ট্যাকা?
কয়েকজনে দিলে পরে,
ঘুরবে সংসারের চাকা
ভাইগো, দিবেন দুইডা ট্যাকা?
ঘরে মোর বুড়া বাপ-মা
পরনে মোর শতচ্ছিন্ন জামা,
হাড়ি-কড়াই সবই ফাঁকা
ভাইগো, দিবেন দুইডা ট্যাকা?
ও খালাম্মা! আফনে সোন্দর
দামি শাড়িতে প্যাঁচানো বান্দর (অস্ফুটে),
কালা কাঁচে যায়না দ্যাখা,
খালাম্মা, দিবেন-দুইডা ট্যাকা?
লাখ ট্যাকার পরছেন শাড়ি
চড়েন কুটি ট্যাকার গাড়ি,
ব্যাগে নাই কি খুচরা ট্যাকা?
খালাম্মা- দ্যাননা, দুইডা ট্যাকা।
খালুজান, আছেন ক্যামন?
মাশাল্লাহ! শরীল যেমন,
এমন শরীল হইলে পরে
না খাইয়া ক্যাডায় মরে?(অস্ফুটে)
খালুজান, খিদায় প্যাটটা জ্বলে
এমনে কি আর জীবন চলে?
আফনার লগে সৌভাগ্যের চাকা
খালুজান, দ্যাননা দুইডা ট্যাকা।
ও, মিয়াভাই! এ্যামনে চান ক্যা?
মাইয়া মানুষ দ্যাখেন নাইক্যা?
চোখ দুইডা দিমু গালায়,
কাইট্যা পড়েন ভালায় ভালায়।
আফামনি, কুন কলেজে পড়েন?
গরীবরে কি মায়া করেন?
ভিক্ষার ঝুলি একদম ফাঁকা
আফামনি, দ্যাননা দুইডা ট্যাকা।
কি দিন যে পড়ছে ওহন!
বড়লোকের বাড়ছে ওজন,
মোরা এহানে হুদায়
দেখলে পরে সবাই খ্যাদায়!
মোরা ওহন যামু কনে?
না খাইয়া মরমু ঘরের কোণে?
যুইবতি আমি ঘুরি একা-
দিবেন কেউ দুইডা ট্যাকা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।