কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
উপার্জন অক্ষম, বৃ্দ্ধ ,বয়স্ক বিধবা ভিক্ষুকদের সাহায্য করতে ই্চ্ছে হয়। কিন্তু যদি ঈদ বা সবে কদরকে সামনে রেখে কোন কোন গ্রামের নারী ,পুরুষ, শিশু সবাই ভিক্ষা করতে শহরের মসজিদ বা ঈদগাহে জমায়েত হয় । তাহলে ধরে নিতে হবে সরকারী ত্রান তদপরতা তাদের কাছে পৌছেনা , পৌছলেও প্রয়োজনের তুলনায় খুবই সীমিত।
ধারণা পরিবর্তন করা খুবই জরুরী । সাহায্য করা জরুরী ,তার প্রক্রিয়াটা হতে হবে ভিন্ন।
যাকে সাহায্য করবো সে যেন উতসাহিত না হয়। গোপনে ব্যাক্তি বিশেষ কে সাহায্য করলে মুসলমানদের সম্মানহানী হতো না । এখন একপ্রকার নারীদের ভিক্ষাকে পেশা হিসাবে বেছে নিতে দেখা যাচ্ছে। এই পেশাজীবি ভিক্ষুকদের দান করলে পরোপারে পার পাওয়া যাবে কিনা সন্দেহ থেকে যায়। এই অবস্থা দেশের জন্যে অমর্যাদাকর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।