আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে ফিরে এসেছেন ইমান

সমাজকে বদলানোর জন্য নিজেকে আগে বদলানো প্রয়োজন। আসুন আমরা সবাই বদলে যাই সত্যের আলোয়।
শনিবার বিকালে পশ্চিম সুন্দরবনের কোবাতক স্টেশন সংলগ্ন কালিরখাল এলাকায় মানুষখেকো বাঘের সঙ্গে লড়াই করে ফিরে এসেছেন শেখ ইমান আলী (৪৫) নামের এক জেলে। বাঘের আক্রমণে মারাত্মক আহতাবস্থায় তাকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের মো. মালেক শেখের ছেলে।

আহত ইমান আলী জানান, গত শুক্রবার কোবাতক স্টেশন থেকে পাস নিয়ে নিজের সাত বছর বয়সী ছেলে অয়েজকুরুনী ও একই গ্রামের আবুল হোসেন (৩৮), রবিউল ইসলাম (১৫) এবং হারুন-অর-রশিদের (২৬) সঙ্গে সুন্দরবনে যায় কাঁকড়া শিকার করতে। শনিবার বিকাল তিনটার দিকে তারা জাল বিছানোর সময় একটি রয়েল বেঙ্গল টাইগার পেছন দিক থেকে এসে ইমান আলীর ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় ইমান আলী রয়েল বেঙ্গলটির মুখ দু’হাতে ফাঁক করে ধরে রাখার পাশাপাশি অন্যদের নির্দেশ দেয় বাঘটিকে পেটানোর। এভাবে কয়েক মিনিট চলার পর বাঘটি রণেভঙ্গ দিয়ে বনের মধ্যে চলে যায়। ঘটনার পরপরই আহত ইমান আলীকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সুজিত রায় জানান, বাঘের আক্রমণে আহত ইমান আলী শঙ্কামুক্ত। তবে বাঘের কামড়ে ক্ষত-বিক্ষত হাত দুটি কর্মক্ষমতা হারাতে পারে বলে তিনি জানান। Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।