আমাদের কথা খুঁজে নিন

   

আগুনে পুড়বে ভস্ম এবং শৃঙ্খল-আবুল হাসান

গৃহশ্রমে মজুরী হয়না বলে মেয়েগুলি শুধু

মরে যাওয়া সত্ত্বা, গতরাতে অকস্মাৎ ভীষণভাবে ছলকে উঠলো। স্থবির স্বাভাবিকতাকে তছনছ করে, আমার নিউরনের অনুরণনে আবুল হাসানের বেশ ক'টি লাইন অবিরত স্ট্রাইক করছে.......। আমি-আমরা মিথ হয়ে গেলেও তীব্র কিছু সৃষ্টির ভিতর আবুল হাসান জীবন্ত থাকবে আরও অনেককাল। ...............‌‌‍'আকাশকে বিক্ষত করো/আকাশ তবুও আকাশ/ফুলকে পোড়াও, ফুল তবু ফুল/কাগজের মতো ছেঁড়ো শাড়ী ও শাড়ী ছিঁড়বোই/কিন্তু নারী রয়ে যাবে/নারী চিনবেই তার ভীষণ নারীকে/ফুলতো কাগজ নয় ছিঁড়ে ফেলবে/আকাশ তো মানুষ নয় ক্ষত করবে। স্বাধীনতাকে যতবার তুমি পরাধীনতা করো/আর মানুষকে যতবার তুমি মারো/যতবার পরাও শৃঙ্খল/মানুষ তবুও তার বজ্র মুষ্টি থেকে আগুনের রত্ন ছুঁড়ে দেবে/আগুনে পুড়বে ভস্ম ও শৃঙ্খল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।