কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।
বিজয়ের ধ্বনি বাজা ওরে-
বিজয়ের ধ্বনি বাজা,
রক্তের দামে স্বাধীনতা তোর,
স্বাধীন দামে সাজা।
স্বাধীনতা তারা এনেছে মুঠোয়,
বুনেছে সোনালী ভোর।
সেই ১৬-ই ডিসেম্বর।
লাল সবুজ উড়িয়ে দে আজ,
লাল সবুজের দেশে।
মাটির মায়া আঁকড়ে থেকে,
থাক না বীরের বেশে।
এক মুঠো মাটি তুলে নিয়ে দেখ-
কত স্মৃতি আপামর।
আজ ১৬ ই ডিসেম্বর।
মশাল জ্বালিয়ে রাজপথে কর,
বিজয় উল্লাস।
বিজয় মাতনে মাতোয়ারা থাক-
চিরন্তন উচ্ছাস।
বিজয়ের গাঁথা বুকে নিয়ে ফের,
কাটুক তিমির ঘোর।
আজ ১৬ ই ডিসেম্বর।
সুখের কপাট খুলে দে ওরে-
সুখের কপাট খোল।
দুঃখ ব্যাথা নিপাত দূরে-
স্বাধীন পথে চল।
মাটির গন্ধে বুকে জড়িয়ে।
থাকিস নে আর পর।
আজ ১৬ ই ডিসেম্বর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।