আমাদের কথা খুঁজে নিন

   

সীমাহীন অসভ্যতা!

ইচ্ছে করে হারিয়ে যাই তোমার সীমানায়
“আসুন প্রতিরোধ করি এই অপরাজনীতি” আহ্‌বানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ যে পোষ্টার সাইজের বিজ্ঞাপন ছাপিয়েছে আজকের “আমাদের সময়” পত্রিকায়-তা কোন ধরনের রুচী ও রাজনীতির পরিচয় বহন করে তা সহজেই অনুমেয়। এরা বাংলাদেশে কোন ধারা সৃষ্টি চালানোর প্রয়াস পাচ্ছে? আরে একজন পাঁড় মাতাল বা মদখোরও তো বিশ্বাস করবেনা খালেদা জিয়া বা শেখ হাসিনা মদ খান বা কাউকে তা দিয়ে আপ্যায়ন করেন! আশ্চর্য্য এদের চিন্তাধারা!! আসলে এই যুবলীগই তো অপরাজনীতির প্রবল স্রষ্টা হতে যাচ্ছে, বলে মনে হচ্ছে। আর “আমাদের সময়”-এর নাইমুল ইসলাম খানই বা তা ছাপায় কি করে? ক্লিক করুন- এই লিঙ্কে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।