আমাদের কথা খুঁজে নিন

   

সীমাহীন অপচয় ভোগ বলাসি

সীমাহীন অপচয় ভোগ বিলাস কমিয়ে একটা নির্দিষ্ট মেয়াদে ব্যক্তিগত অতিরিক্ত সম্পদ দিয়ে সকল নাগরিকের নিরাপদ ঘর ও স্বাস্থ্য সম্মত পায়খানা বানাতে হবে।শ্রেনীহীন হওয়া হবেনা,ধনীরা ধনীই থাকবে,দরীদ্ররা ও সকল জনগন ভিক্ষুক মুক্ত,বেশ্যামুক্ত,বস্তি ফুটপাতে মাানুষ ঘুমাবেনা,সকল নাগরিকের দায়িত্ব রাষ্ট্র গ্রহন করবে এ রকম ব্যবস্থায় নিরাপদ ঘর ও স্বাস্থ্য সম্মত জীবন পাবে।ধমীয় মুল্যবোধ,সকল ধর্মের,বিনয়,নমনীয়,সহনশীল।একদিকে সম্পদের ভোগ বিলাস অন্যদিকে বন্চনা,কষ্টকর দারিদ্রতা দুই-ই ধর্মীয় মুল্যবোধ ধারনে সামাজিকতা।পরকালে/মৃত্যুর পরের শাস্তির ভয়,আইনের শাস্তির ভয়,কোন ভয়ই সীমাহীন দুর্নীতি,অশুদ্ধ ভোগ থামছে না। আবার দারিদ্রতার কারনেও পরকালে/মৃত্যুর পরের শাস্তির ভয়,আইনের শাস্তির ভয়,কোন ভয়ই ধমীয় মুল্যবোধ রক্খা হচ্ছে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।