আমাদের কথা খুঁজে নিন

   

বিজয় দিবসের প্রাক্কালে দেশকে নিয়ে লিখা আমার একটি কবিতা।।

নিজের ছাঁয়ার কাছ থেকে পালিয়ে থাকার প্রানান্তকর প্রচেষ্টায় আছি।
কবিতাটি অনেক আগে লিখেছিলাম (০২-০৪-০৭) আজ ব্লগের মাধ্যমে তার প্রকাশ ঘটলো। । শপথ সবুজের মাঝে রক্ত লাল,পতাকা উড়ছে দেখো তোমার মতো অপরূপা,দেশ যে নেই আরকো। ।

ত্রিশলক্ষ শহীদ সেনা,জীবন করেছে সাঙ্গ তাদের রক্তে স্বাধীন হয়ে,এবার তুমি জাগো। । দুর্নিতীর ঐ কালো থাবার,হয়েছো তুমি শিকার তোমার ক্ষতি করে যারা,তাদের জানাই ধিক্কার। । স্বাধীন হয়েও পরাধীন তুমি,জানি মাগো জানি দুঃখ তোমাত ঘুচাবো মোরা,আসল মুক্তি আনি।

। রুগ্ন পঙ্গু রাজনিতীর ঐ,গোলক ধাধায় পড়ে মাগো তোমার ন্যায় নিতী আজ,ডুগরে কেঁদে মরে। । মাগো তোমার সোনার ছেলে,মুক্তি যোদ্ধারা হায় অবহেলায় যাপিছে জীবন,বসিয়া নিরালায়। ।

কবে তুমি হবে জয়ী,লাভিবে মানবতা প্রহর গুনিছে বসিয়া দেখ,লাখো শহীদের আত্মা। । আমরা হলাম সেই জাতী মা,রক্তে যাদের নেশা আধার থেকেই জ্বালবো আলো,দেখাবো তোমায় দিশা। । যুদ্ধে তুমি হবে জয়ী,এই সবুজের প্রান্তরে আমরা মাগো শক্তি তোমার,লড়বো বীরের ঝঙ্কারে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।