ভালো থাকার চেষ্টা করি সদা
১
তোর হাসিতে দুঃখগুলো
মুছে যেত নিমিষেই
তবুও কেন আঘাত দিলি
রিদয় ঘরে নীল বীষেই।
২
তোর দেয়া মনের ক্ষত
হই্যয়া গেছে repair
বর্তমানে আরেক ম্যাইয়ার সাথে
চলতাছে খুব পেয়ার।
৩
মনের দুয়ার খুলে না'কো
মৃদু বাতাসে
আচমকা ঝড় আসে না'কো
আকাশ বড় ফ্যাকাসে।
৪
ধূসর আকাশে উড়ে না
লাল-নীল প্রজাপতি
অগোছালো ছেলেটা
খুজেঁ না লাভ- ক্ষতি।
৫
বৃষ্টি ফোঁটায়
আসুক জ্বর
তুই করেছিস
মনে ভর ।
কাছে এসে
হাতটা ধর
ভালবাসি বললেই
কেন মারিস চড়?
৬
দেই যদি
আগুনে ঝাঁপ
খাবি কি তুই আমার সাথে
চা এক কাপ ?
তোকে নিয়ে মাখবো গায়ে
প্রবল জ্যোত্স্নাতাপ
তোকে ইগনোর করা
পাপ, মহা পাপ।
সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা, বাসায় দাওয়াত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।