আমাদের কথা খুঁজে নিন

   

অপারেশন গুম (শেষ)

I am Bangladesh supporter তদন্ত শেষ। রকেটটি আমার রকেটের সাথে লাগিয়ে গ্রহাণুগ্রহে ফিরছি। গ্রহাণুগ্রহ মানুষের অপূর্ব নির্মাণ। মঙ্গল ও বৃহস্পতির মাঝামাঝি গ্রহাণুগুলো সংযুক্ত করে একটি গ্রহের সৃষ্টি করেছে যা বৃহস্পতি থেকে বড়। এটি মানুষের দ্বিতীয় বসতি।

তদন্তরিপোর্টে লিখলাম যাত্রার সময় এই রকেটে কোন মহাশূন্যের বস্তুর আঘাতপ্রাপ্ত হয়। যেহেতু তারা মাঝের অংশে ছিল তাই তারা কিছু সময়ের জন্য রক্ষা পায়। রুশ জাহাজের মতো তাঁরাও পারমাণবিক চুল্লি বন্ধ করে দেয়। তাদের হাতে দুইদিনের অক্সিজেন ছিল। তাদের শুক্রনু ক্লোন তৈরি যন্ত্রে প্রবেশ করিয়ে দেয়।

তারা আশা করেছিল এই তিরিশ বছরের মধ্যে কোন উদ্ধারকারী রকেট এসে যাবে। বরাবরের মতোই শাসকরা ভুল করল। বিশেষ যন্ত্র থেকে ক্লোনগুলো মারা গেল। এ নিয়ে শাসকরা হয়তো শোক দিবসের ঘোষনা দিবে। আর আমরা তাদের বলব গরু বাচ্চা বাছুর।

( শেষ)  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।