আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না! নিজের গালে চর মেরে হয় হৃদয় মহা বিরক্ত মশার খাবার আর কিছু নাই খাবার শুধুই কি রক্ত ? হতচ্ছাড়া মশা- দেখাচ্ছি তোর আমার গালে আরাম করে বসা সবাই তোরে থাপরে মারে তাতেও কি তোর লজ্ঝা নাই আমার নরম গাল ছাড়া আর তোর কি থাকার সজ্জা নাই নতুন করে ভাবি ধরলে চরম শাস্তি দেবো কেন দিকে তুই যাবি ? হৃদয় তখন মশা ধরে একটু পরে ছইরা দেয় সবাই বলে কারন কি এই ছেলেটার জন্য মশা হত্যা করা বারন কি ? হৃদয় বলে নারে ! সবাই পাজি মশা গুলো সহজ ভাবেই মারে তাইতো মশা ফিরে আসে আবার বারে বারে আমি মশা ধরার পরে রক্ত চোষা সুরের ডগা কাইটা দিয়া ছাড়ি হতচ্ছাড়া পাজির জাতি দেখি এবার কেমন করে করিস বারাবারি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।