দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...
আগে মাঝে মধ্যে খাওনের সময় হইলে নিজের খাওয়া ব্লগের ভাইবেরাদরদের সাথে শেয়ার করতাম। আমি নিজের খাওয়া প্রায়শই নিজে রাইন্দা খাই। নিজের খাদ্য নিজে রান্দনের ব্যাপক উপকার ও আছে। নিজের খাওয়া নিজে রানলে ভালমন্দ খাওন যায়।
ডিজিটাল জমানা এখন। খাওন রাইন্দা খাওনের আগে দুইখান ছবি তুলতে ভুলতাম না। নিজের রান্দা বইলা কথা। নিজের রান্দ নিজে খাইয়া নিজেই ফিট হইয়া যাইতাম!
খাওয়ার ছবি ব্লগে শেয়ার করার কারনে, অনেক ব্লগ বন্ধুরা ও আমার রান্ধনের প্রশংসা করছেন। এতে উৎসাহিত হইয়া আমি মাঝে মধ্যে খাবাদাবা ফটো ব্লগ পোস্ট করতাম।
আজকে ক্যামেরার মেমোরি কার্ড সাফ করতে যেয়ে সব ছবি গুলো দেখে ভাবলাম ফেইস বুকে একটা এ্যলবাম করে রাখি। সেই এ্যলবামটাই আমার সুহৃদ ব্লগ বন্ধুদের জন্য এখানে শেয়ার করে রাখলাম। দয়া করে কেউ মাইন্ড খাইয়েন না। Bon appétit
পুনশ্চঃ যা মনে আসছে তাই রান্দা করছি কোন ঠিকঠিকানা নাই। কেউ রেসিপি চাইয়েন না, টাইপ করতে আসসেমি লাগে।
আর একটা কথা, রান্দনের লাইগা এইসব হাবিজাবি সবই আমি কিনছি তেজগাঁ কলেজের সামনে বসা কাচা বাজার আর বেকারী গুলার থেইকা। দেখতে বিলতি লাগলেও এক মাত্র ব্লাক আর গ্রীন অলিভ গুলি ছাড়া এই খানে আর কোন ইম্পোর্টেড উপকরন ব্যাবহার করি নাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।