আমাদের কথা খুঁজে নিন

   

প্রস্তাব



তুমি যদি অভিযাত্রী হও, পৃথিবীর বুকে তুলতে চাও অভূতপূর্বের স্বরলিপি, তবে তোমার জন্য অদেখা অরণ্যের প্রস্তাব। তুমি যদি মোহর সন্ধানী হও, সমৃদ্ধি ও বিত্তের নিঃসঙ্গ চূড়ায় সম্রাট হতে চাও, তবে তোমার জন্য সর্পিল শক্তির প্রস্তাব! তুমি যদি পর্যটক হও, বৈচিত্র পিয়াসী চোখে মেখে নিতে চাও সুন্দরের প্রতিচ্ছবি, তবে তোমার জন্য ভবঘুরে পথের প্রস্তাব। তুমি যদি প্রেমিক হও, কামনার সমুদ্র মন্থন করে ফোঁটাতে চাও অমৃত মাধুরী, তবে তোমার জন্য মেঘযুগ অপেক্ষার প্রস্তাব। তুমি যদি কবি হও, শব্দের ইদ্রজালে মেলে ধর সুন্দরের নিগূঢ় বেদনা, তবে তোমার জন্য অনন্তর যাতনার প্রস্তাব। তুমি যদি সঙ্গীতকর হও, বুকের মোহনায় আবাদ করতে চাও সুরেলা প্রান্তর, তবে তোমার জন্য সপ্তকভেদী তপস্যার প্রস্তাব।

তুমি যদি শিক্ষক হও, আগামীর মাঝে রোপন কর স্বপ্নবান আলোকবীজ, তবে তোমার জন্য জাগানিয়া বাতিঘরের প্রস্তাব। তুমি যদি দেহঘড়ির কারিগর হও, অসুখের গ্রাস-বিদ্ধ মানুষেরে ফেরাও জীবনের উৎসবে, তবে তোমার জন্য অকরুণ ভালোবাসার প্রস্তাব। তুমি যদি বিচারক হও, পাপ-পূন্যের অদৃশ্য দেয়ালে গেঁথে দাও স্বাধীনতার সীমানা, তবে তোমার জন্য বাসনাতুর উপলদ্ধির প্রস্তাব। তুমি যদি পথপ্রদর্শক হও, পবিত্রতা আর নিষেধাজ্ঞার সমীকরণ সাজাও বেঁচে থাকবার, তবে তোমার জন্য মানবিক প্রজ্ঞার প্রস্তাব। তুমি যদি সৈনিক হও, মারণাস্ত্রের নৈপুন্য অভ্যাসে বন্দী করেছো চেতন-মনন, তবে তোমার জন্য প্রকৃত সভ্যতার প্রস্তাব।

তুমি যদি বিপ্লবী হও, আত্মাহুতির স্লোগানে নির্ভীক জ্বালাও মানুষের মুক্তি মশাল, তবে তোমার জন্য আদিগন্ত অমরত্বের প্রস্তাব। আর তুমি যদি আমার হও, নদী হয়ে ফের ধুয়ে দাও বুকের সব অনিকেত অন্ধকার, তবে তোমার জন্য যুগল অমরাবতী প্রস্তাব!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।