I would like to continue with all of here
কিছুদিন পরপরই আমরা কিছু মানুষের মর্মস্পর্শী সমস্যার কথা শুনি- যেমন উপমার সমস্যা- প্রাপ্তির অসুস্থতা অথবা মাহিরাহির মায়ের অসুস্থতা- আর আমরা সবাই যার যার সাধ্যমত সাহায্য করার চেষ্টা করি। এই বিষয়ে আমি একটা প্রস্তাব রাখতে চাই।
আমরা কি একটা ফোরাম বা কমিটি টাইপের কিছু করতে পারি না যে কমিটির সদস্যরা নিজেরাই একটা ফান্ড তৈরি করবে প্রতিমাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সংগ্রহ করে? এই ফান্ডটা পরিচালিত হবে ব্লগারদের দিয়েই আর প্রতিমাসেই এর সঞ্চয়ের পরিমাণটা সবাইকে জানাবে। সঞ্চয়টা কোন ব্যাংকে রেখে দেয়া যেতে পারে। যখনই আমরা কোন সমস্যার কথা জানতে পারবো তখন অবস্থা বিবেচনায় খুব জলদি কিছু সাহায্য করতে পারবো আর সেই সাহায্য যে বড় অংকেরই হবে তা নিয়ে আমার কোন সন্দেহ নেই।
আমার আরেকটি প্রস্তাব হলো- আমাদের এখানে অনেক ব্লগার আছেন যারা নিজের ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। আবার অনেক ব্লগার আছেন যারা জীবন যুদ্ধে প্রায় পরাজিতের মতো- সকল যোগ্যতা থাকা সত্বেও হয়তো একটা চাকরি জোটাতে পারেন নি। যারা নিজেদের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন তারা কি পারেন না যারা প্রতিষ্ঠিত হতে পারেন নি তাদের দিকে সহযোগিতার হাত বাড়াতে? একটু এই বিষয়ে চিন্তা করবেন কি?
বিষয়টি হয়তো একদিনেই করা সম্ভব না- এটা নিয়ে বসা দরকার। কেউ একজন উদ্যোগ নিলে- আমরা একদিন একটা জায়গাতে বসতে পারি- আলোচনা করে যেটা ভাল হয় সেটা করতে পারি অথবা পুরো বিষয়টাই বাদ দিতে পারি। আপনারা কি বলেন?
তবে আমার মনে হয় এই দুটো ব্যাপারই সামুর মডারেটরদের হাতে ছেড়ে না দিয়ে আমরা নিজেদের উদ্যোগেই করতে পারি খুব ভালভাবেই।
তাতে করে আমাদের একটা নিজস্ব অবদানও থাকবে।
আমি বিশ্বাস করি সামুর এই প্লাটফরমে আমরা যারা আছি তারা সম্মিলিত শক্তিতে অনেক বড় কিছু করতে পারি যদি আমরা একটু ইচ্ছে করি।
আপনাদের কাছ থেকে সুচিন্তিত মতামতের অপেক্ষায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।