আমাদের কথা খুঁজে নিন

   

প্রস্তাব



ফুলস্কেপ কাগজের মাঝামাঝি , শব্দের অপচয় না করে তুমি লিখে জানিয়েছো - না এই একটিমাত্র শব্দ অনেকগুলো সমাপিকা ক্রিয়ার উদাহরন হতে পারে আপাতত আমি বুঝে নিয়েছি- তুমি সম্মত না । এরপর অনেকদিন কেটে গেছে হঠাৎ একদিন ভরা জ্যোৎস্নার রাতে রবি ঠাকুরের ' ডাকবো না ' গানটি শুনে তোমার ' না ' এর কথা মনে পড়ে যায় আর মৌহূর্তিক প্রেষনায় কষ্ট পাই আমি সিদ্ধান্ত নিই তোমাকে আবার প্রস্তাব পাঠাবো আমার ভাললাগার কথা জানিয়ে । আমি তোমাকে শপথ করে বলতে পারি- তুমি এমন যাকে দেখলে ভালবাসতে ইচ্ছে করে তুমি এমন যাকে দেখলে প্রান ভরে তুমি এমন যাকে দেখলে মন চায় নির্লজ্জের মতো দেখি তুমি এমন যাকে দেখলে মনে হয় তুমিই আসল পৃথিবীর আর সব কিছু মেকি । একথাগুলো লিখে আমি চিঠির সমাপ্তি টানতে পারতাম পরে ভাবলাম তোমাকে মুগ্ধ করতে আরো কিছু কথা বলি ইচ্ছে হয় সাহস সঞ্চয় করে তোমাকে বলি- তুমি এমন যে ধারালো শানিত ক্ষুর, অদৃশ্যে কাটে তুমি এমন যার জন্য ইচ্ছে করে অনাদিকাল থাকি অপেক্ষাতে । প্যারিস , ১৪ মার্চ ২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।