আমাদের কথা খুঁজে নিন

   

নরওয়ে সরকারের নতুন প্রেস রিলিজ [গ্রামীন ব্যাংক গর্হিত কোন অপরাধ করেনি।]

"যারা স্বর্গগত তাঁরা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহা শিক্ষা লভি; সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। "

প্রেস রিলিজ এখানে এইখানে যা লেখা হয়ছে, তা আদ্দিকালের পুরোনো কথাবার্তা। কোথাও কোনো ঝামেলা নাই, যা সব হইছিল, সেই কোন কালেই তা মিউচুয়াল হয়ে গেছে। এই প্রেস রিলিজের ডেট গতকালের। আমার কথা হইল, এতদিন পর তা কোথ্থেকে কোন সাংবাদিক কেনই বা নরওয়ের সরকারি টেলিভিশনে দেখাল, আর কেনই বা এই প্রেস রিলিজ।

আর আমরা বাংগালী সেই সুযোগে হই হই রই রই করে উঠলাম। নিজেদের পাছায় বাঁশ দেয়ার স্কিল টা হারিয়েত যায়-ই নি, বরং তা আরো পরিপক্ক হয়ে উঠেছে আবারো তার প্রমান দিলাম। ইউনুইচ্চা অনেক ঘাগু লোক, তারে নাদান ভেবে "এত দিন পর চোরা ধরা খাইছে" এমন মনে করে যারা খুশি হচ্ছিলেন তারা এখন দু:খ করেন। খোদ নরওয়ে সরকার এই প্রেস রিলিজে বলছে, গ্রামীন ব্যাংক গর্হিত কোন অপরাধ করেনি। নাও বাংগালী এইবার ঠেলা সামলাও।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.