আমাদের কথা খুঁজে নিন

   

মনের মানুষের জন্য বাংলাদেশে এসেছেন প্রসেনজিৎ

অতি সাধারণ....প্রধানমন্ত্রী হলে দেশটারে সাজাইতাম
৫ ডিসেম্বর রবিবার সকাল ৮ টায় বাংলাদেশে এসে পৌঁছেছেন কোলকাতার চলচ্চিত্র অভিনতো প্রসেনজিৎ। জানা গেছে, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘মনের মানুষ’-এর প্রচারণা চালাতেই তিনি বাংলাদেশে এসেছেন। প্রসেনজিৎ ছাড়াও বাংলাদেশে এসে পৌঁছেছেন ছবির পরিচালক গৌতম ঘোষ ও তাঁর স্ত্রী এবং ছবিটির পোশাক ডিজাইনার নীলাঞ্জনা ঘোষ। আরো এসেছেন ছবিটির পশ্চিম বঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান রোজ ভ্যালির প্রধান নির্বাহী গৌতম কুণ্ডু এবং অভিনয় শিল্পী শুভা কণ্ডু। প্রসেনজিৎ-এর বাংলাদেশে আগমন প্রসঙ্গে আশীর্বাদ চলচ্চিত্রের কর্মকর্তা সিহাব আহমেদ সিরাজী জানিয়েছেন, ‘প্রসেনজিৎ ৫ ডিসেম্বর সকাল ৮ টায় ঢাকায় পৌঁছান।

এরপর তিনি ওয়েস্টিন হোটেলে ওঠেন। এছাড়া আগের রাতে ঢাকায় এসে পৌঁছান ছবিটির পরিচালক গৌতম ঘোষ ও তার স্ত্রী নীলাঞ্জনা ঘোষসহ আরো অনেকে। ’ সিহাব আহমেদ আরো জানিয়েছেন, ‘৫ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে স্টার সিনেপ্লেক্সে ‘মনের মানুষ’ ছবির একটি বিশেষ প্রদর্শনী হবে। মূলত ছবিটি সম্পর্কে এদেশের দর্শকদের মতামত জানতেই তারা বাংলাদেশে এসেছেন। ’ এদিকে, ‘মনের মানুষ’ ছবির আরেক প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মসের বরাতে জানা গেছে, ৬ ডিসেম্বর সোমবার সকাল ১১টা ১৫ মিনিটে চ্যানেল আই কার্যালয়ে ‘মনের মানুষ’ ছবির শুভমুক্তি পরবর্তী এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলালিংক নিবেদিত ছবিটি নিয়ে এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন ইমপ্রেস টেলিফিল্ম-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ছবির পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা প্রসেনজিৎ এবং প্রযোজক হাবিবুর রহমান খানসহ আরো অনেকে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রাশেদ শাওন/তানভীর/এইচবি/এইচআর/ডিসেম্বর ০৫/১০
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.