মাঝরাতে লোকটা রাস্তায় দাঁড়িয়ে, নিরাশ্রয়। কুকুরগুলো ঘেউ ঘেউ ঘেউ ঘেউ করছে তাকে ঘিরে, কিন্তু লোকটা সাড়া দিচ্ছে না। কুকুরগুলো যার বাড়ির সামনে রাস্তাটা, তাকে গিয়ে বললো 'আপনার বাড়ির সামনের রাস্তায় লোকটা ঘেউ ঘেউ শুনেও যাচ্ছেনা, আমরা বিরক্ত বোধ করছি। ' তো লোকটা বললো 'তোদের তো লাত্থিও দিতে পারি না। তোরা তো কুকুর নোস, কুকুররা বিরক্ত বোধ করে না।
' তারা স্থানীয় সরকারের প্রতিনিধির কাছে গেলো, সেখানেও তা-ই বললো। 'তোদের রেখেছি কেনো, তাহলে" চেচিয়ে উঠলো লোকাল প্রতিনিধি। 'তো তোরা আরও জোরে ঘউ ঘেউ কর যেনো লোকটার কান্না ঢাকা পড়ে যায়!'
লোকটার অপরাধ কুকুরগুলোর প্রভুর কাছেবলেছিলো, 'আপনি যা করছেন তা এই এই কারণে ভুল...'। আর এই বলাটা সেন্সর করার সুবিধাটা প্রভু হারিয়ে ফেলেছেন অনেকটা, ততোদিনে, তার-ই নতুন এক প্রভুর জন্মের কারণে।
লোকটার এই কথা জেনে গিয়েছিলো কুকুরগুলো, তারা তা-ই জোরে আরও চেচালো রাতভর।
আর ঘেউ ঘেউ এর তুফানে লোকটা দাঁড়িয়ে দাড়িয়ে ঘুমালো। তার নাক ডাকাকেও সহ্য করতে পারছিলো না ,তারা বললো, 'প্রভু লোকটা তো যাচ্ছে না!'
প্রভু বললো, 'আমার অনিচ্ছা হলেও সিনিয়র প্রভু চান এখন এমনই হোক!'
একটু চুপ থেকে বললেন, 'তো আমাকে রক্ষা করতে পারে তোদের ঘেউ ঘেউ। আর এতে সিনিয়র প্রভুরও অনেক love!'
আর লোকটা আসলে তখনো দাঁড়িয়ে ছিলো সেখানেই, তারা তাকে জিগ্যেস করতে সাহস পেলো না, ' আপনি আমাদের প্রভুর বিরুদ্ধে কথা বলেন কেন!' বরং আগের মতোই ঘেউ ঘেউ করতে থাকলো আরও জোরে, এমনই করতো তারা পূর্বাপর সংকটে পড়লে!'
প্রভু ভক্তির গান লোকটা শুনতে থাকবে কি যতোক্ষণ রাত শেষ না হয়!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।