বিদ্যুত খাতে সরকারের ভর্তুকির সমালোচনা করে গণমাধ্যমে প্রকাশিত খবর সঠিক নয় দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি বিদ্যুৎ বিভাগকে বলেছি, যারা আর্টিকেল লিখছেন- ‘ভর্তুকি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের কী দরকার ছিলো’ তাদের লাইন দুদিনের জন্য কেটে দিতে। দুই আঙল তুলে কাঁচি দিয়ে কাটার মতো ইশারা করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের উৎপাদিত বিদ্যুতে এসি রুমে বসে লিখবে? দুদিন বিদ্যুত ছাড়া থেকে দেখুক?এর আগে কোনো সরকার এতো অল্প সময়ে এতো বিদ্যুৎ গ্রিডে যোগ করতে পারেনি বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।
এটা এখন সবার জানা ডিজেল চালিত বিদ্যুত কেন্দ্রগুলোর জন্য দেশের অর্থনীতি আজ বির্পযয়ের মুখে। সরকার দেশকে বিরাট সঙ্কটের মুখে নিয়ে গেছে। যখন ডিজেলচালিত কেন্দ্রের মাধ্যমে বিদ্যুত উৎপাদনের কথা সরকার থেকে বলা হয় তখনই দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও জ্বালানী বিশ্লষকরা এর বিপদের কথা বলেছিলো কিন্তু সরকার তা শোনেনি।
আর এসব রেন্টাল ও কুইক রেন্টালের মাধ্যমে লাভবান হয়েছে আওয়ামীপন্থি ব্যাবসায়ী ও নেতারা। জনগনের কষ্টকে পুঁজি করে তারা কোটি কোটি টাকা কামাচ্ছে। এসব নিয়ে ভবিষতে যাতে কোন মামলা না হয় এজন্য সংসদে পাস হয়েছে দায়মুক্তি বিল। আর এখন প্রধানমন্ত্রীর এই নিন্দনীয় বক্তব্য। মাননীয় প্রধানমন্ত্রী জনগন থেকে যে বহু দুরে চলে গেছে তা সহজেই অনুমেয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।