আমাদের কথা খুঁজে নিন

   

রফিকুল ইসলাম রিমান্ডে

সময় বয়ে চলে তার আপন গতিতে

পুলিশের কর্তব্য কাজে বাধা, ভাঙচুর ও আইনশৃঙ্খলার অবনতি ঘটনা সংক্রান্ত শাহবাগ থানায় মামলায় ঢাকা মহানগর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খানকে ৫ দিনের পুলিশ রিমান্ডে দেয়া হয়েছে। তবে মামলার তদন্তকারী কর্মকর্তাকে উচ্চ আদালতে নির্দেশনা মেনে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেয়া হয়েছে। গতকাল ঢাকার মহানগর হাকিম মো. ইসমাইল হোসেনের আদালতে রফিকুল ইসলাম খানকে মামলার তদন্তকারী কর্মকর্তা হাজির করে ১০ দিনের রিমান্ড চান। আসামিপক্ষে রিমান্ডের আবেদন বাতিল করে জামিন দেয়ার আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে।

৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. মশিউল আলম, আবদুর রাজ্জাক, এসএম কামালউদ্দিন, মো. দেলোয়ার হোসাইন, মো. শামসুজ্জামান, মো. সামসুল ইসলাম আকন্দ, লুৎফর রহমান আজাদসহ বেশ কিছু আইনজীবী। আইনজীবীগণ শুনানিকালে আদালতে বলেন, এ মামলায় রফিকুল ইসলাম খান এজাহারভুক্ত আসামি নন। এজাহারনামী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ সবাই জামিনে রয়েছেন। ইতিপূর্বে আসামির বিরুদ্ধে ৮টি মামলা দিয়েছিল।

উচ্চ আদালত থেকে তিনি সব ক’টিতেই জামিন লাভ করেছেন। গত ৩রা ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বের হন। আর সাদা পোশাকধারী পুলিশ তাকে জোরপূর্বক তুলে নিয়ে অজ্ঞাতস্থানে রাখে। পুলিশ এ মাসে শাহবাগ থানায় ৫৫(৬)১০ এ মামলায় সন্ধিগ্ধ হিসেবে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চান। তিনি হরতালের সময় কোন ভাঙচুর, পুলিশের কর্তব্য কাজে বাধা দেননি।

পুলিশের এ সাজানো মামলায় রিমান্ডের আবেদন বাতিল করে জামিন দেয়ার জন্য নিবেদন করে। আদালতে আইনজীবীগণ মামলা সংক্রান্তে রফিকের সঙ্গে আলোচনার জন্য সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন। রাষ্ট্র রিমান্ড দেয়ার জন্য এবং জামিনের আবেদন বাতিলের জন্য পুলিশের সিনিয়র এসি মকবুল হোসেন আদালতে পুলিশ প্রতিবেদনের আলোকে বলেন, গত ২৭শে জুন এই আসামি রফিকুল ইসলাম খানের নেতৃত্বে অন্যান্য আসামি পুলিশের কর্তব্য কাজে বাধা দান, ভাঙচুর, জনগণের চলাচলে বাধা, গাড়ি ভাঙচুর ও পিজি হাসপাতালে মারাত্মক অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ভাঙচুর করেন। এ বিষয়ে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। প্রকৃত রহস্য উদঘাটন ও তার অপরাপর সহযোগীকে গ্রেপ্তারের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।

আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে জামিনের আবেদন নামঞ্জুর করে ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ২৭শে জুন হরতালের ঘটনায় শাহবাগ থানা পুলিশ পুলিশের কর্তব্য কাজে বাধাদান, গাড়ি ভাঙচুর, আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ৫০-৬০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.