তিনি বলেন, “সার্চ ওয়ারেন্ট ব্যতিত এমন তল্লাশি আইন বহির্ভূত। আইনের দিকের চেয়ে ঘটনাটি রাজনৈতিক হয়রানি বলেই মনেকরি। ”
শুক্রবার রাতে সিলেটের একটি হোটেলে জরুরি সংবাদ সম্মেলনে ব্যারিস্টার রফিক এ মন্তব্য করেন।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, রায়ের কপি ফাঁসের পর ঘটনার সাথে আইন মন্ত্রণালয় জড়িত বলে অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্তের জন্য একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
ফাইল ছবি এখন বিষয়টিকে ভিন্নখাতে নেবার চেষ্টা করতে সরকার দলীয় মন্ত্রীরা নানা বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি।
ফাইল ছবি
তিনি বলেন, সরকারের মন্ত্রীরা এ বিষয়টি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ঘটনার সাথে জাতীয়তাবাদী দল জড়িত বলে বিএনপির মূল দাবি তত্ত্বাবধায়ক সরকার ইস্যু থেকে জনগণকে বিভ্রান্ত করতে চায়।
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে একজন সাবেক প্রধান বিচারপতিকে দিয়ে ঘটনার তদন্ত দাবি করেন।
আইনজীবী ফখরুল ইসলামের কার্যালয়ে পুলিশি তল্লাশি ও কম্পিউটার জব্দের তীব্র নিন্দা জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্টের সভাপতি জয়নুল আবেদীন, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি দিলদার হোসেন সেলিম, অ্যাডভোকেট নোমান মাহমুদ, আশিক উদ্দিন, আতিকুর রহমান শাবু প্রমুখ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।