বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে যে পাঁচটি মামলা দায়ের হয়েছে তার একটিও যদি প্রমাণিত হয় তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। আজ শনিবার এমন কথাই জানালেন তিনি।
রফিকুল বলেছেন, ‘আমার বিরুদ্ধে যে পাঁচটি মামলা রয়েছে তার একটিও যদি প্রমাণিত হয় তাহলে আমি রাজনীতিই ছেড়ে দেব। ’
শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বিনা বিচারে হত্যাকাণ্ড, মৌলিক অধিকার ও জাতীয় নির্বাচন’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল এ আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় তিনি বলেন, আমি সাড়ে তিন মাস গ্রেফতার ছিলাম। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাড়িতে বোমা হামলার দায়ে আমাকে গ্রেফতার করা হয়েছিল। যেদিন আমাকে গ্রেফতার করা হয় সেই দিনও আমি ইনুর সঙ্গে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছিলাম। তিনি আমার খোঁজখবরও নিয়েছেন। গ্রেফতারের পর জানলাম তার বাড়িতে বোমা হামলা মামলায় আমাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এটা নির্লজ্জ ঘটনা।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সম্পর্কে তিনি বলেন, এরশাদ আমাকে বলেছিলেন, বৃদ্ধ বয়সে তিনি জাতীয় বেইমান হতে পারবেন না। কিন্তু তিনি তো পুরনো বেইমান। তিনি
সিএমএইচে ভর্তি হয়ে চিকিৎসার নামে গলফ খেলে যে নাটক করেছেন তার কোনো মানেই ছিল না।
রওশন এরশাদ প্রসঙ্গে রফিকুল বলেন, ‘উনি তো গৃহপালিত বিরোধীদল হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।