ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়। এক হাজার ছয়টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেওয়া ৫৪ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭০৫ জন। পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.adminssion.univdhaka.edu) দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, প্রকাশিত ফলাফলে বিজ্ঞান শাখায় চার হাজার ৮০৭ জন, মানবিকে চার হাজার ৭৭ জন এবং ব্যবসায় শিক্ষায় উত্তীর্ণ তিন হাজার ৮২১ জন আবেদনকারীর পৃথক তিনটি মেধা তালিকা প্রণয়ন করা হয়েছে।
‘খ’ ইউনিটের সাক্ষাত্কার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে। উত্তীর্ণ হওয়া ৪ হাজার ৭৩৭ জন প্রার্থীর মধ্যে ১ থেকে ২৪০০ জনকে প্রথমে ডাকা হয়েছে। আসন খালি থাকা সাপেক্ষে বাকিদের সাক্ষাৎকারের তারিখ পরে জানানো হবে।
প্রশাসনিক সূত্র থেকে জানা যায়, ১৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন মেধাক্রমে ৪০০ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
সাক্ষাৎকারের সময় অবশ্যই ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি সঙ্গে নিতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।