আমাদের কথা খুঁজে নিন

   

সোনার ছেলে লুইচ্চা



এই যে তারা দাঁড়িযে আছে আমজনতার কাতারে, বন্ধু সবার শত্রু নহে সবার থেকে উপরে। এই তো সেদিন এইখানেতে বৃদ্ধা কজন নারীরে, হাত ধরিয়া পার করেছে ছেলের মত আদরে। মনটা আমার ভরে গেল আনন্দে আর উচ্ছলে, এই না হলে সোনার এ দেশ বলতো কি আর সকলে। ক'দিন পরে এই ছেলেদের চরিত্র যে কি হল , রাস্তা ঘাটে নারীর বুকে হাত ঠেলিয়া ধরছিল। কেউ বা আবার বুকের কাপড় আলতো করে টানছিল, কেউ বা আবার জড়িয়ে ধরে বউয়ের আদর করছিল। এই না হলে সোনার এ দেশ সোনায় ভরা চতুরপাশ, সোনার সাথেও এই ছেলেদের নিয়মিত বসবাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.