আমাদের কথা খুঁজে নিন

   

মতিন স্যারের সাথে ঈদের কোলাকুলি

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

মতিন স্যার হাইস্কুলে উচ্চতর ক্লাসে আমাদের জীববিজ্ঞান ক্লাস নিতো। আমাদের গ্রামের বাড়ির দুগ্রাম পরে ছিলো স্যারের বাড়ি।

তবে ঈদের নামাজ আমরা একই জামাতে পড়তাম। ক্লুলে অধ্যয়ন কালে ঈদের নামাজে সারের সাথে কোলাকুলি হয়নি। যখন কলেজে গেলাম, শহরে থাকি। গ্রামে ঈদের নামাজ পড়তে গেলে স্যার নামাজ শেষে আমাকে বুকে জড়িয়ে কোলাকুলি করতো। আমার ভয় লাগতো এবং কেমন সংকোচ মনে হতো।

কারণ বিশেষ ব্যক্তিত্বের লোকটির সাথে কোলাকুলি দূরের কথা, কথা বলাই ছিলো ভয়ের কারণ। কিন্তু স্যার যে কত আন্তরিকতায় বুকে টেনে নিয়েছিলেন আজ শিক্ষক হবার পরে বুঝতে পারছি। আজ স্যার নেই, অথচ তার কোলাকুলির ঊষ্ণ সম্ভাষণ আজো মনে আছে। স্যারের পারলৌকিক জীবন শান্তির হোক।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.