নিজেকে নিয়ে ভাবছি
পাঠকদের যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের একমাত্র পুরাপুরি দলীয় পত্রিকা কোনটি? আমার মনে হয় সবাই একবাক্যে উত্তর দিবে ‘জনকন্ঠ’। একদম খোলাখুলি , কোন রাখ ঢাক না রেখে তা খবর প্রচার করে। এবং একটি দলের মন-মানসিকতা সম্পন্ন লোকদের কল্পনার জগতে ভাসিয়ে রাখে।
যে জিনিসটি আমার বেশি নজরে এসেছে তা হল শিষ্টাচার বহির্ভূত, অসৌজন্যমূলক শব্দের ব্যবহার এখানে খুব বেশি । আর নাম বিকৃতির একটি প্রচলন ও মনে হয় এদের তৈরী।
তারা মানুষের নামকে সংক্ষিপ্ত, কিছুটা পরিবর্তিত করে লিখতে পিছপা হয় না। । যেমন ‘সাকা চৌধুরী’ বা ‘সাকা চৌ’ (সালাউদ্দীন কাদের চৌধুরী) , ‘ব্যানা হুদা’ (ব্যারিস্টার নাজমুল হুদা), ‘গো আযম’ (গোলাম আযম)...। ইত্যাদি। মানুষ অবশ্য তার পাটকেল হিসাবে তাদেরই অস্ত্র ব্যবহার করে তাদের অতি ‘বিজ্ঞ’, ‘জনপ্রিয়’ নিয়মিত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীকে ‘আগা চৌ’ এবং ‘আব্দুল গাদ্দার চৌধুরী’ হিসাবে পরিচিতি লাভ করাতে সক্ষম হয়েছে।
আবার পত্রিকার একটা গালভরা নামও তারা রেখেছে। সকলেই জানেন নিশ্চয়ই? হ্যা ঠিক ধরেছেন। ‘জঘন্যকন্ঠ’
সবশেষে বলতে চাই যদি কেউ প্রশ্ন করে বাংলাদেশে ভারতের ‘র’ এর বিপুল অর্থায়নে চালিত হয় কোন পত্রিকা ? আমার মনে হয় একবাক্যে, একযোগে তার উত্তর হবে ‘জঘন্যকন্ঠ’। কারন এমন জনশ্রুতিই প্রচলিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।