আমাদের কথা খুঁজে নিন

   

কালের কন্ঠ জনকন্ঠ হতে বাকি আর মাত্র একটি ধাপ


প্রথম আলো পত্রিকার সাথে ফাইট দেয়ার মহান!!! ব্রত নিয়ে কালের কন্ঠ পত্রিকা মাঠে নেমেছিলো। বিশিষ্ট ভূমি দর্স্যু জনাব শাহ আলমের একান্ত ব্যক্তিগত ক্ষোভের বহিপ্রকাশ সরুপ পত্রিকা টি প্রথম দিকে তার কভার ও বিভিন্ন জনপ্রিয় লেখক,কবি,সাংবাদিকদের সরব উপস্হিতিতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলো। আমার মত আম জনতা ভাবলো প্রথম আলোর মতি-লতি এর প্যনপ্যনানি থেকে বোধহয় এবার একটু মুক্তি মিললো।হকার কে বললাম কাল থেকে কালের কন্ঠ। মজাই লাগছিলো ২/৩ মাস। কিন্তু হটাৎ মাস খানেক আগে শাহ আলম সাহেবের বিরুদ্বে মামলা ঝামলা ও সরকারী দলের এম্পিদের দের বিদ্বেষের পর থেকে পত্রিকাটির বঙ্গবন্ধু,আওয়ামী প্রেম চরমে উঠছে। এমন কি আওয়ামিলীগের সকল কাজ যে অতি পবিত্র এবং মহান তা সম্পর্কে না জানা মানুষকে জানানোর মহান দায়িত্ব গ্রহন করেছে।কালের কন্ঠের এহেন অবস্হা আমাকে জনকন্ঠ পত্রিকার কথা মনে করিয়ে দেয়,খুব জনপ্রিয় অবস্হা থেকে মাটিতে পড়তে বেশি সময় নেয়নি এ পত্রিকা টি তা শুধু আওয়ামী প্রেমের জন্যই,যেমন ঘটেছে ইনকিলাব এর ভাগ্যে বিএনপির চামচাগীরি করার কারনে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।