আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের শীর্ষ আট দামী মোবাইল....................

যতটুকু আছে সব উজার করে দেব...............

সুপ্রিয় ব্লগার বন্ধুরা, এখন আমি বিশ্বের সেরা ৮ দামী মোবাইল নিয়ে একটা পোষ্ট দেব। কেউ হয়তো ছবিগুলো দেখেছেন। আবার কেউ হয়তো ছবিগুলো দেখেননি। যদিও আজ আমি আরো একটি পোষ্ট করেছি। কি করবো বলুন, সারাদিন খালি ব্লগে পোষ্ট দিতে মন চায়।

আমার এই পোষ্টের সব ছবিই ইন্টারনেট থেকে নেওয়া। জীবনে আমি এগুলা চোখেও দেখিনি। কেনার সাধ্য তো আর হবেনা। তাই দেখেই যদি কিছুটা তৃপ্তি মেটানো যায়। আপনারাও অনেকে হয়তো আমার মতো।

আমি এই ছবিগুলোতে বাংলাদেশী টাকায় দাম উল্লেখ করেছি। তাহলে দেখুন বিশ্বের সেরা ৮ দামী মোবাইলের ছবি। _________________________________________ এইটা র‌্যান্কিং ১। দাম ২২ কোটি চল্লিশ লক্ষ টাকা মাত্র। গোল্ড ষ্ট্রিকার আই ফোন ৩জিএস সুপ্রীম(হীরা ও সোনা খচিত)।

এইটা র‌্যান্কিং ২। দাম ১৬ কোটি আশি লক্ষ টাকা মাত্র। কিংস বাটন আই ফোন(হীরা বসানো)। এইটা র‌্যান্কিং ৩। দাম ৯ কোটি দশ লক্ষ টাকা মাত্র।

গোল্ডভীশ (হীরা ও সাদা সোনা যুক্ত)। এইটা র‌্যান্কিং ৪। দাম ৯ কোটি দশ লক্ষ টাকা মাত্র। ডায়মন্ড ক্রাপ্টো স্মার্ট ফোন (হীরা বসানো)। এইটা র‌্যান্কিং ৫।

দাম ২ কোটি সতের লক্ষ টাকা মাত্র। ভার্চুয়াল সিগনেচার। (হীরা ও রুবী বসানো)। এইটা র‌্যান্কিং ৬। দাম ২ কোটি দশ লক্ষ টাকা মাত্র।

সনি এরিকসন ব্ল্যাক ডায়মন্ড। এইটা র‌্যান্কিং ৭। দাম ১ কোটি তেইশ লক্ষ বিশ হাজার টাকা মাত্র। আই ফোন প্রিন্সেস প্লাস (হীরা ও সাদা সোনা যুক্ত) এইটা র‌্যান্কিং ৮। দাম তিরানব্বই লক্ষ আশি হাজার টাকা মাত্র।

নকিয়া-৮৮০০ (গোলাপী রংয়ের হীরা বসানো) __________________________________________ সবাইকে ধন্যবাদ। __________________________________________

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.