আমাদের কথা খুঁজে নিন

   

বাঁচার আশা

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

বাঁচার আশা নষ্ট হবার এইতো সময় গড্ডালিকার এই প্রবাহ, দিলাম এবার গা ভাসিয়ে আটকে রাখার নেইতো কেহ। বাবার চাইতে নেতা বড় সব ক্ষমতার উৎস তিনি, মায়ের কান্না বিক্রি করে মিথ্যে সোনার হরিণ কিনি। রাজনীতির সব চালেতেই আমিই ঘোড়া আমিই সেনা, কিস্তি মাতের সব খেলাতেই আমায় নিয়েই বেচা কেনা। আম জনতার লেভেল এঁটে বুঝবো কবে নিজের ভুল, বাবার আদর মায়ের সোহাগ কোন মোহে আজ চক্ষুশূল! নষ্ট হবার এই বাসনা রুখবে কে আজ নেই ভরষা, নষ্ট নেতার ভ্রষ্ট চালে পাইনা খুঁজে বাঁচার আশা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।