"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"
বহুমাস কিছুই লিখছি না, নিজেকে ধুর ছাই ও বলতে পারছি না। জানি সব সীমাবদ্ধতাগুলো। একটা সময় মনে হলো লিখার ব্যাপারে তো জোর জবরদস্তির কিছু নেই, লিখতে পারছি না ব্যস পারছি না এটা নিয়ে মনে মনে এত চাপ তৈরীর তো কোন কারণ নেই্ এসব ভাবতে ভাবতে ই একদম বাচ্চাদের ভাষায় একটা কবিতা লিখলাম। লিখে তাকিয়ে থাকলাম, মনোযোগ এবং পড়ার অভ্যাস কমে গেলে মানুষের সৃষ্টিশীল সত্তা ও হিমঘরে চলে যায় বুঝলাম। নিজেকে সমালোচকের তীব্র দৃষ্টিতে না দেখে একটু সহানুভূতির সাথে যাচাই করলাম আর বললাম পরেরটা নিশ্চয়ই ভালো হবে।
বাঁচার সন্ধি
আকাঙ্ক্ষার রুদ্রাক্ষ মগডালে ঝুলিয়ে
যেই বাড়িয়েছি সন্ন্যাসের পথে পা
জাপ্টে ধরেছে অজগর মন, দেহে তখন
শতেক টুনি বাল্বের ঝাঁ ঝাঁ।
সমাজ তাকে নাম দিয়েছে ‘বৈধতা’
পরিবার বলেছে ‘সঙ্গী’, বাঁচার অবলম্বন
হৃদয়ের ঘনীভবন, পূঞ্জীভূত উচাটনের মানচিত্র
দিয়ে হরেক চাপা, করি স্বাভাবিকতার উল্মফন
ধরা হলো না উলের কাঁটা, বুনলাম না সম্পর্কের জাল
ভালোবাসা বলো যারে সে তো নিজেরই প্রয়োজনে
নৌকা টানা, উড়িয়ে সুযোগমতো
‘জীবন’ নামক পাল।
সবশেষেও শান্তি খুঁজি,
আলো নিবে একটু একটু রোজই;
আশায় আশায় ভাবনা ঘরে
তোমার মনের সাথে এ মনটা মিলাই
রাত কি ভোরে;
নির্জন নিঃসঙ্গতায় এখন খুব কষ্টে থাকি,
তুমি জানো ঠিকই বোঝো
তোমায় আমি কেন ডাকি।
(১৪.০৮.১০)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।