স্বপ্নেরা থাকুক স্বপ্নের মাঝেই
“আমরা যারা বাঁচতে বাঁচতে আকাশের নিচে, নিজেই নিজেকে পোড়াতেই পারি, খুউব কম আছে । তাদের জন্যে কি প্রয়োজন সেটা কথা নয় । প্রয়োজন জানা, তারা আছে তাই আগুন বাঁচে । আগুন বাঁচবে আগুনের মত, আগুনের কোলে । আগুনের প্রেমে প্রেমের আগুনে পুড়ে হবে ছাই । পোড়া ছাই, পোড়া মন পড়ে থাকে থাকুক তা বলে, প্রেম ছাড়া কি দিন বদলের গান শোনানো যায় ?”
এটা একটা গানের শুরুতে বলা কবিতার মত কয়েকটা কথা । গানটা শিলাজিতের । আমার কাছে খুউব ভাল লাগল তাই ব্লগে শেয়ার করলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।