আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ : Concert Against Shahrukh Khan

আমি একজন বুয়েটিয়ান, ব্লগপাঠক। সবসময়ই খুব সহজ-সরল ভাবে সবকিছু দেখতে ও চিন্তা করতে চাই :)

আমাদের সবারই জানা ১০ ডিসেম্‌বর ঢাকার আর্মি স্টেডিয়ামে শাহ্‌রুখ খান এর Concert হবে। টিকিটের দাম সর্বনিম্ন ৩০০০-সবোর্চ্চ ২৫০০০। বরাবরই মধ্যবিত্ত , নিম্নমধ্যবিত্তদের দেখার সুযোগ নাই বললেই চলে। আমাদের দেশে শাহ্‌রুখ খান এর ফ্যান প্রচুর, তেমনি অনেক বিশিষ্ট অভিনয় বিশেষজ্ঞ (!!!) রয়েছেন,যাদের মতে শাহ্‌রুখ খান অভিনয় পারে না (!!!)।

কিছুদিন আগে ফেসবুক এ ১টা Event দেখলাম "Concert Against Shahrukh Khan"। এতে অ্যাডমিন ও যারা অ্যাটেনডেন্ট তারা বিভিন্ন ভাষায় শাহ্‌রুখ খান কে গালিগালাজ করে রাখসে এবং তাদের ভাব দেখে মনে হয় তারাই যেন অভিনেতা/অভিনয় সমালোচক। যদিও সত্যিকারের সমালোচকেরা অনেক ভদ্রভাবেই সমালোচনা করে থাকেন। শাহ্‌রুখ এর মত ১জন বিশ্বমানের অভিনেতার Concert এর টিকিটের দাম বেশী হওয়াই স্বাভাবিক। অন্তর শোবিজ এর যে টাকা খরচ হইসে তা তো উঠাতে হবে।

আর বৈশাখি টিভি তে ১০ তারিখে কনসার্ট এর সরাসরি সম্প্রচার ও হবে। হ্যা, যাদের সামনাসামনি দেখার শখ, অথচ টিকিটের মূল্যের কারনে দেখতে পারছেনা তারা আক্ষেপ করতেই পারে, তাই বলে এতো টিইইইইইইইইট যুক্ত ভাষায় গালি দেওয়ার কোনো যৌক্তিকতা দেখি না। শাহ্‌রুখ এর অভিনয় নিয়ে কোনো দ্বিমত নেই। তিনি রোমান্টিক অভিনয় যেমন পারেন, আবার Chak de India তেও ভিন্ন ধাঁচের অভিনয় এ বিপুল প্রশংসা কুড়িয়েছেন। আমাদের সবার ভিন্ন ভিন্ন পছন্দ থাকাই সাভাবিক, তাই বলে যাকে পছন্দ না তার নামে গালিগালাজ ই বা করার কি আসে, ভদ্রভাবেই বলা সম্ভব।

অবশ্য এসব বলেই বা কি, যারা দেশের ২ জন বয়ঃজেষ্ঠ্য মহিলা (শেখ হাসিনা, খালেদা জি্য়া) কে আজেবাজে ভাষায় গালি দিতে কুন্ঠিত বোধ করে না, আর তো সেখানে শাহ্‌রুখ খান !!! সর্বোপরি বলতে চাই, আমাদের দেশে এখন সব কথাতেই টিইইইইইইট যুক্ত শব্দের যে মহাপ্রচলন চলছে, এতে সে মোটেও স্মার্ট বলে গন্য হচ্ছে না, বরং ধিক্কার ই তার প্রাপ্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।