আমাদের কথা খুঁজে নিন

   

রসায়ন

সামুদ্রিক বিভ্রম

মিথ আর মিথ্যেরা সহাবস্থানে- সমান্তরালের বসে আছে; এখন বলো, মিথ ও মিথ্যের মধ্যে কে বেশী প্রিয় তোমার কাছে? আমি তোমাকে ভালোবেসেছিলাম- এটা মিথ্। প্রত্তুত্যরে তুমি হেসেছিলে- এটা মিথ্যে। মেয়েটি গল্পের নায়িকা হতে চেয়েছিলো; এটা মিথ হতে পারতো অথচ আমাদের সব দার্শণিক সম্ভাবনাকে মিথ্যা করে দিয়ে সে এখন ফেয়ার এণ্ড লাভলী মাখে মুখে-- ছেলেটি অটোরিক্সায় বসে আছে - মিথ্যার মতো; হুডঅলা রিক্সায় বসে মেয়েটা মিথ্ এর মতো। তাদের পৌণপুনিক টেক-ওভারটেক এর ফলে পাস্পরিক যে অদ্বৈত রসায়নের জন্ম নিল তা মিথ্ কিম্বা মিথ্যে যা'ই হোক- এতে লেখকের কোন হাত ছিলো না। ====================================== মিথ্ মিথ্যা শব্দযুগলের জন্য কবি আন্দালীব এর প্রতি কৃতজ্ঞতা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।